প্রিয় কষ্ট


কষ্টদেরও থাকে লুকোনো ব্যাথা
না বলা কথা
হৃদয়ের অকুতিরা যেখানে স্লান
অভিমানের জন্মস্থান
আচ্ছা, মন কষ্ট কেনো পায়?
কেনই বা জমায়?

শৈশবে ঘুড়ি ভোকাট্টার কথা
কৈশোরে বন্ধু খোয়ানোর ব্যাথা
যৌবনের প্রথম হারানো প্রেম
সবই যে মানসপটের কারুহেম।

সময় তো নিয়মে গেছে বয়ে
স্মৃতিরা কেনো রয়ে?
প্রিয় কষ্ট নাম দিয়েছি তায়
কখনো না বদলায়।

ছবি- ইউক্রেনের শিল্পী পাভেল গুজেঙ্কো

Comments

Popular posts from this blog

এত দুঃখ কোথায় রাখে?

আজও ২৫শে মার্চ রাত