তাহার কথা


ললাট যেনো তার তেপান্তরের মাঠ

এলো কেশ নয় যেনো ঝর্নার বেশ!

চঞ্চল আঁখি যে তাহার অতল দীঘি

হাসির নাহর মনে করায় রুদ্র সাগর!

অদ্বিতীয়া থেকো অমলিন, চিরদিন

শেষ রাতে রেখো জাগিয়ে, প্রতিদিন।

Comments

Popular posts from this blog

আইনের ধর্ষণ

poem of my poetry

নির্বোধ