Posts

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

মহরমের মহরতে __নোমান প্রধান

যেই পথে গেছেন__ দুই নয়নের দুই মনি, জ্বলজ্বলে ভিজা সেই পথ আজো টকটকা যুবতী কৃষ্ণচূড়ার রঙ তাজা।  গেরামে গেরামে__ কান্দে মা, কান্দে বাজান ভাই-বইন সহ আছে যত আশেক-আশেকান দিলের ধারকান সকলের থাইমা থাইমা যায় যেন। মনে পড়ে যহন__ মানে না! না! মানে না পরাণ দিকে দিকে মার্সিয়া মেজাজে কান্দন হায় হায় নয়নের মণি__ গেলো কই হোসেন-হাসান!

তাহার কথা

Image
ললাট যেনো তার তেপান্তরের মাঠ এলো কেশ নয় যেনো ঝর্নার বেশ! চঞ্চল আঁখি যে তাহার অতল দীঘি হাসির নাহর মনে করায় রুদ্র সাগর! অদ্বিতীয়া থেকো অমলিন, চিরদিন শেষ রাতে রেখো জাগিয়ে, প্রতিদিন।

প্রিয় কষ্ট

Image
কষ্টদেরও থাকে লুকোনো ব্যাথা না বলা কথা হৃদয়ের অকুতিরা যেখানে স্লান অভিমানের জন্মস্থান । আচ্ছা, মন কষ্ট কেনো পায়? কেনই বা জমায়? শৈশবে ঘুড়ি ভোকাট্টার কথা কৈশোরে বন্ধু খোয়ানোর ব্যাথা যৌবনের প্রথম হারানো প্রেম সবই যে মানসপটের কারুহেম। সময় তো নিয়মে গেছে বয়ে স্মৃতিরা কেনো রয়ে? প্রিয় কষ্ট নাম দিয়েছি তায় কখনো না বদলায়। ছবি- ইউক্রেনের শিল্পী পাভেল গুজেঙ্কো

স্মৃতির পালক

Image
কি হবে ? শুকনো ফুলে মালা গেঁথে ! কি আর হবে ? পুরোনো দিনের কথা ভেবে ? কেটে যায় সময় মেনে নেয়া না নেয়ায় ছোট এক জীবন কিছু নিয়তি আর প্রহসন! তবু প্রেম আসে শূন্য হৃদয়ে বাসা বাঁধে ! চকিত পলকে নিয়ম মেনে যাচ্ছে হারায়ে। পালক পড়ে থাকে স্মৃতির পাখি দূর আকাশে উড়ে ।

poem of my poetry

Image
I was born To write a poem Try to learn But Life is not a fun. Try to earn And That is a hard run. Then I burn As like summer sun. Now I know One day I have to go In my hand Poetry will never end.

২০১৮ ফুটবল বিশ্বকাপ, রাশিয়াঃ সেরা পাঁচ দল

Image
ইতালী-নেদারল্যান্ড-চিলির মত জায়ান্টদের বাদ করে প্রথমবার খেলতে এসেছে ওয়েলস-আইসল্যান্ডের মত দল। তাই বলে তো বিশ্বকাপের উত্তাপ কমে নাই। আছে মিসরের কিং খ্যাত সালাহ, পর্তুগিজ সেনা খ্যাত রোনালদো, কাভানি-সুয়ারেজের উরুগুয়ে ছাড়াও সকল বিশ্বকাপে অংশ নেয়া ব্রাজিল, গতবারের রানার্সআপ আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন জার্মানি, ফুটবল আবিষ্কারের দাবিদার ইংল্যান্ড আর সাজানো বেলজিয়াম সহ ভারসাম্যপূর্ন মোট ৩২টি দল। কিন্তু কাপের দাবিদার কজন? সবাই যার যার সমর্থনের দলকেই সেরা মানতে ভালোবাসে । ধারে ভারে অভিজ্ঞতা আর সমর্থকদের বিচারে সেরা পা চ দলের বিস্তারিত জানাচ্ছি আমি নোমান প্রধান !                                                                    ফ্রান্স তারুন্যের প্রাচুর্যে ভরা এবারের ফ্রান্স ফুটবল দল। পেলে-ম্যারাডোনার মতন মহারথীরাও এই ফ্রান্স দলকে মানছেন অন্যতম ফেবারিট দল হিসেবে। তা মনে প্রশ্ন জাগতেই পারে কি আছে এই দলে? কি এমন তাদের শক্তি? চমকে উঠার মত ব্যাপার হলো ইউরোপের শীর্ষ পাচটি লিগের সেরা দল গুলোতেই খেলে ১৯ জন, যেখানে স্কোয়াডেই আছে ২৩ জন। তাদের বড় শক্তির জায়গা কোনটি? ডিফেন্সে আছে প

এত দুঃখ কোথায় রাখে?

Image
লক্ষ আলোকবর্ষ দূরে সটকে পরা তারার মতন নি:স্বঙ্গ পরিব্রাজকেরা কোথায় পায় বলো যতন ? যার নেই কোন পরিবার কিংবা বাঁধা সংসার যে পায়নি অন্তরঙ্গ মিষ্টি আদর তার প্রেমিকার ; অথবা যার সবই ছিলো হারায়ে ফেলেছে আজ সময়ে ভাঙ্গনে হলো কতটা ভারী তার দীর্ঘশ্বাস! কারে কয় আপন মানুষ অসময়ে যে গেছে ভুলে দাড় বেয়ে জীবনের তরী নিয়ে যাবে কোন কূলে? সাঁঝের বেলা পাখিরাও তো ঘুরে-ফিরে যায় নীড়ে কত অভাগারা হারায়েছে ঘর ব্যস্ত পৃথিবীর ভীরে। মধ্যবিত্ত সুখে থেকে চমকে উঠে মন তাদের ভেবে শূন্যময় জীবনে সে মানুষ এত দুঃখ কোথায় রাখে? জেনো পথহারা মানুষেরাই বেঁচে থাকার অনুপ্রেরনা বাঁচার লোভে থাকুক চিরকাল অপ্রাপ্তি-অসুখ-তৃষ্ণা। (নেলসন মেন্ডেলা ও জীবন দর্শনের প্রতি উৎসর্গ) ০৪/০৩/১৮ খ্রীঃ নোমান প্রধান