মহরমের মহরতে __নোমান প্রধান


যেই পথে গেছেন__

দুই নয়নের দুই মনি, জ্বলজ্বলে ভিজা

সেই পথ আজো

টকটকা যুবতী কৃষ্ণচূড়ার রঙ তাজা। 


গেরামে গেরামে__

কান্দে মা, কান্দে বাজান

ভাই-বইন সহ আছে যত আশেক-আশেকান

দিলের ধারকান সকলের থাইমা থাইমা যায় যেন।


মনে পড়ে যহন__

মানে না! না! মানে না পরাণ

দিকে দিকে মার্সিয়া মেজাজে কান্দন

হায় হায় নয়নের মণি__ গেলো কই হোসেন-হাসান!

Comments

Popular posts from this blog

আইনের ধর্ষণ

poem of my poetry

নির্বোধ