এত দুঃখ কোথায় রাখে?


লক্ষ আলোকবর্ষ দূরে সটকে পরা তারার মতন
নি:স্বঙ্গ পরিব্রাজকেরা কোথায় পায় বলো যতন ?

যার নেই কোন পরিবার কিংবা বাঁধা সংসার
যে পায়নি অন্তরঙ্গ মিষ্টি আদর তার প্রেমিকার;
অথবা যার সবই ছিলো হারায়ে ফেলেছে আজ
সময়ে ভাঙ্গনে হলো কতটা ভারী তার দীর্ঘশ্বাস!

কারে কয় আপন মানুষ অসময়ে যে গেছে ভুলে
দাড় বেয়ে জীবনের তরী নিয়ে যাবে কোন কূলে?

সাঁঝের বেলা পাখিরাও তো ঘুরে-ফিরে যায় নীড়ে
কত অভাগারা হারায়েছে ঘর ব্যস্ত পৃথিবীর ভীরে।
মধ্যবিত্ত সুখে থেকে চমকে উঠে মন তাদের ভেবে
শূন্যময় জীবনে সে মানুষ এত দুঃখ কোথায় রাখে?

জেনো পথহারা মানুষেরাই বেঁচে থাকার অনুপ্রেরনা
বাঁচার লোভে থাকুক চিরকাল অপ্রাপ্তি-অসুখ-তৃষ্ণা।

(নেলসন মেন্ডেলা ও জীবন দর্শনের প্রতি উৎসর্গ)

০৪/০৩/১৮ খ্রীঃ নোমান প্রধান 

Comments

Popular posts from this blog

আইনের ধর্ষণ

poem of my poetry

নির্বোধ