Posts

Showing posts from November, 2018

প্রিয় কষ্ট

Image
কষ্টদেরও থাকে লুকোনো ব্যাথা না বলা কথা হৃদয়ের অকুতিরা যেখানে স্লান অভিমানের জন্মস্থান । আচ্ছা, মন কষ্ট কেনো পায়? কেনই বা জমায়? শৈশবে ঘুড়ি ভোকাট্টার কথা কৈশোরে বন্ধু খোয়ানোর ব্যাথা যৌবনের প্রথম হারানো প্রেম সবই যে মানসপটের কারুহেম। সময় তো নিয়মে গেছে বয়ে স্মৃতিরা কেনো রয়ে? প্রিয় কষ্ট নাম দিয়েছি তায় কখনো না বদলায়। ছবি- ইউক্রেনের শিল্পী পাভেল গুজেঙ্কো

স্মৃতির পালক

Image
কি হবে ? শুকনো ফুলে মালা গেঁথে ! কি আর হবে ? পুরোনো দিনের কথা ভেবে ? কেটে যায় সময় মেনে নেয়া না নেয়ায় ছোট এক জীবন কিছু নিয়তি আর প্রহসন! তবু প্রেম আসে শূন্য হৃদয়ে বাসা বাঁধে ! চকিত পলকে নিয়ম মেনে যাচ্ছে হারায়ে। পালক পড়ে থাকে স্মৃতির পাখি দূর আকাশে উড়ে ।

poem of my poetry

Image
I was born To write a poem Try to learn But Life is not a fun. Try to earn And That is a hard run. Then I burn As like summer sun. Now I know One day I have to go In my hand Poetry will never end.