Posts

Showing posts from March, 2018

এত দুঃখ কোথায় রাখে?

Image
লক্ষ আলোকবর্ষ দূরে সটকে পরা তারার মতন নি:স্বঙ্গ পরিব্রাজকেরা কোথায় পায় বলো যতন ? যার নেই কোন পরিবার কিংবা বাঁধা সংসার যে পায়নি অন্তরঙ্গ মিষ্টি আদর তার প্রেমিকার ; অথবা যার সবই ছিলো হারায়ে ফেলেছে আজ সময়ে ভাঙ্গনে হলো কতটা ভারী তার দীর্ঘশ্বাস! কারে কয় আপন মানুষ অসময়ে যে গেছে ভুলে দাড় বেয়ে জীবনের তরী নিয়ে যাবে কোন কূলে? সাঁঝের বেলা পাখিরাও তো ঘুরে-ফিরে যায় নীড়ে কত অভাগারা হারায়েছে ঘর ব্যস্ত পৃথিবীর ভীরে। মধ্যবিত্ত সুখে থেকে চমকে উঠে মন তাদের ভেবে শূন্যময় জীবনে সে মানুষ এত দুঃখ কোথায় রাখে? জেনো পথহারা মানুষেরাই বেঁচে থাকার অনুপ্রেরনা বাঁচার লোভে থাকুক চিরকাল অপ্রাপ্তি-অসুখ-তৃষ্ণা। (নেলসন মেন্ডেলা ও জীবন দর্শনের প্রতি উৎসর্গ) ০৪/০৩/১৮ খ্রীঃ নোমান প্রধান 

আজও ২৫শে মার্চ রাত

Image
২৫শে মার্চ রাত এখন ঘড়িতে তিনটে আট- এমন সময় চলছিলো অপারেশন সার্চ লাইট ! তীব্র গুলি বর্ষণ আর বাঙালী হাহকারে কেঁপে উঠছিলো ঢাকা আর রক্তাক্ত হচ্ছিল রাজপথ ! ছেলে হারাচ্ছিলো পিতা,বোন তার ভাই! মা তার সন্তান আর জাতি তার ভবিষ্যৎ। আজ সাতচল্লিশ বছর পর , হ্যা! স্বাধীনতার সাত চল্লিশটা বছর পর কসম আমার খোদার ! আমি হাড়ে হাড়ে টের পাই অপূরণীয় সেই ক্ষতি। চারিদিকে তায় তো আজ এত নির্বিকার রাহাজানি। তোমরা জানো না শহীদেরা, মুজিবও মরেছে না-পাক হানাদারের হাতে না, স্বাধীন স্বদেশে ! সবার চক্ষে ঠুলি, কষ্ট দেই আজ বলি- সাত কোটি প্রাণ আজ আঠারো কোটি ছুঁই ছুঁই অথচ একটা মানুষের মেরুদণ্ড অবশিষ্ঠ নাই। দেশ প্রেম ? হাহাহা! মাফ করো অনিচ্ছায় হাসলাম এই শব্দ যুগল দু'চোখে কেবল বইয়ে পুস্তকে দেখলাম। এই কাল রাতে সবাই ঘুমালে কেবল আমি জাগবো ক্ষমা চেয়ে তোমাদের কাছে দু'কলম চিঠি লিখবো। ইতি, শহীদদের অযোগ্য এক উত্তরাধিকারী। নোমান প্রধান

অনুব্লগ

Image
আমার কান্নায়! তোমার কি'বা যায় আসে? তোমার কান্নায়? আমার পৃথিবী যায় ভেসে!                    *** জনসমুদ্রে নিঃসঙ্গতা! কতটা বিস্বাদ জানে অপ্রকাশিত কবিতা। মরুভূমির জলতৃষ্ণা! চেনে তপ্ত বালিতে জন্ম বেদুঈন সন্তানরা।          *** তোমরা যেমনই হও, আমি বাদবাকি আর সবার মতন। কাঙ্গালের মত করি যদি বুঝি পাবো খানিকটা যতন।           *** এই শহরে মজুরের দিন ভর খাটাখাটি, আর রাতে পাড় মাতালদের হাটাহাটি। আছে চুড়ির শব্দে নতুন বধূর খুনসুটি ঘুমাই কেমনে বল এত জান্তব খুঁটিনাটি।          *** শাহজাহান কোথায় আজ , আজও দাড়িয়ে তার তাজ ! এ দেহ পচে যায়, মাটি খায় ; ভবে রয়ে যায় শুধু কাজ ।        *** স্বপ্ন গুলো হারিয়েছি বড় শহরের রাজপথে, ফিরে পাওয়ার আশায় ফিরছি জন-স্রোতে ! নিসঙ্গ মুসাফির ভুলেছে নাম ; পথে চিহ্ন আঁকছে তার ঘাম ।      *** দেখিনি বিবৎস রূপ শয়তানের! দেখেছি, নোট চকচকে কাগজের। ছবি- সবুুুজ আহমেদ