Posts

Showing posts from October, 2017

ফরিয়াদ

Image
বিদায়ের ঘন্টা বাজবে জমাট বাধা নিত্য রাতের গেয়ে উঠবে মুয়াজ্জিন গুনগান তাহার আপন রবের । আযানের মাধুর্যে জেগে উঠবে মুমিনেড় ঘুমন্ত প্রাণ বন্দেগী মশগুল জাগ্রত আশেক পেতে রেখেছে কান। ঘুমায় না যে তারা জেগে রয় যেন অতন্ত্র প্রহরী হবেনা শান্ত রূহ না শুনিলে সুধা আযানের লহরী। কি আদিম সুর কত সুমধুর এক স্রষ্টার গুনগান জেগে উঠে যে ধরণী ছিলো নিশি রাত্তিরে শুনশান। অধম পাপী মাওলারে বলি দিয়োগো আরশের ছায়া রোজ হাশরে দিও গো ক্ষমা পাপ করায় ভবের মায়া। তোমার কৃপায় পেয়েছি বান্ধব বেধেছি আপন ঘর ক্ষন পাপস্থানের মায়া আজ চিরস্থায়ীরে করছে পর।

আদিম ক্রন্দন

Image
মুমিন তুমি সেজদা করো আল্লাহ'র গায়েবী পদতলে! দেখো না তুমি তারঁ শ্রেষ্ট সৃষ্টি মরছে কেমন অকাতরে। হায় নজরুল! কোথায় মহসীন! নাই মজলুমের ভাসানী রয় নি কেউ নিষ্ঠুর মর্তে যে শুনবে ক্ষুধার্তের ক্রন্দন ধ্বনি। স্বজ্ঞান হয়ে স্বজাতির প্রতি মতি হয় কেমনে এতই বিরূপ, যারে পেতে বয় রক্ত সাগর জেনো মানুষেই তার স্বরূপ। খেয়েছি পরেছি বেচেঁছি-আর কি চাই! আহারে কত সুখ নওতো অন্ধ তবে দেখনি কেনো শত ক্ষুধার্ত শুকনো মুখ! লিখে রাখছে মহাকাল! পই পই করে জমিয়েছ কত ঋণ না শুধিলে পাবে কেমনে আরশ ছায়া মহা বিচারের দিন।

৮ লাইন প্রেম

Image
তবে জড়িয়ে যাক তোমার উষ্ণ চপল হাসি প্রেম নিরাসক্ত ক্লান্তিতে, জানো কী তোমায় আমি কিসে চিনিবো যদি দেখা হয় পথেতে। রঙ দেখে নয় মেঘ বরণ কেশ দেখে নয় চিনি গভীর চোখে, মন্দ ভেবে চোখ রাঙিয়ে ভয় দিওনা আমায় তোমার কপট রাগে।