ফরিয়াদ


বিদায়ের ঘন্টা বাজবে জমাট বাধা নিত্য রাতের

গেয়ে উঠবে মুয়াজ্জিন গুনগান তাহার আপন রবের

আযানের মাধুর্যে জেগে উঠবে মুমিনেড় ঘুমন্ত প্রাণ

বন্দেগী মশগুল জাগ্রত আশেক পেতে রেখেছে কান।

ঘুমায় না যে তারা জেগে রয় যেন অতন্ত্র প্রহরী

হবেনা শান্ত রূহ না শুনিলে সুধা আযানের লহরী।

কি আদিম সুর কত সুমধুর এক স্রষ্টার গুনগান

জেগে উঠে যে ধরণী ছিলো নিশি রাত্তিরে শুনশান।

অধম পাপী মাওলারে বলি দিয়োগো আরশের ছায়া

রোজ হাশরে দিও গো ক্ষমা পাপ করায় ভবের মায়া।

তোমার কৃপায় পেয়েছি বান্ধব বেধেছি আপন ঘর

ক্ষন পাপস্থানের মায়া আজ চিরস্থায়ীরে করছে পর।


Comments

Popular posts from this blog

এত দুঃখ কোথায় রাখে?

আজও ২৫শে মার্চ রাত

প্রিয় কষ্ট