Posts

Showing posts from February, 2018

বিশ্ব অধিবেশনে সিরিয়া!

Image
খোদা কোন সূর্যদয়ের পর শুনতে পাবো মধ্যপ্রাচ্যে ঘুম গিয়েছে সব খুনে আগ্নেয়াস্ত্র শিশুকাননে হানছেনা আঘাত অগ্নির শেল কানে আসবেনা আর্তনাদ হবে স্নিগ্ধ বিকেল কোথাও মুসলিম নামে রোহিঙ্গা অন্যত্র আমি বলি কেবল মরছে মানুষ সর্বত্র। পশ্চিম দেশে তৈয়ার মেশিনের চিৎকার ঢেকে দেয় মূহুর্তেই জান্তবদের হাহাকার। যুদ্ধের পর যুদ্ধ চলে নেই থামার লক্ষন ধরারে করছে যেন কোন রাক্ষসে ভক্ষন সাদা পতাকা তোলার কথা ভুলে সবাই স্বজাতিরে করছে কেবল অহংয়েই জবাই। বলি আসল খবিশ পশ্চিমাদের দুটো কথা জানোনা মন তাদের কেমন রূপের ধারা পয়সার বিনিময়েই দিয়ে অস্ত্র যারে-তার বিশ্ব-অধিবেশনে বলছে নেই মানবাধিকার। ছবি-ইন্টারনেট থেকে...

ভাঙা শরীরে আনকোরা মন

Image
অমূলক আজ আনকোরা শরীরের খোঁজ, ভাঙা মন জমে জমেই পাহাড় হচ্ছে রোজ সেখবর না নিয়ে কেবল দেহ হাতড়ে বেড়াও কামশেষ হতেই প্রেয়সীকে ব্যতিব্যস্ত তাড়াও মৃত শরীর তবুও তো লাগে শকুনের কাজে মর্গে কাটাঁছেঁড়া ডোমের চাকরি টিকে গেছে মহৎপ্রাণ কেহবা করে মরণোত্তর চক্ষু দান বাতিলের খাতায় প্রেমে যে সঁপে মনোপ্রাণ। সে জন সেই মন আর বাসতে পারেনা ভালো ডুবে আধারে দেখে যেনো সব নিকষ কালো প্রতারিত হওয়ার চেয়ে বরং প্রত্যাখ্যাত উত্তম ভাঙা শরীরের ভেতর খুঁজি আনকোরা মন।

কতটা লম্পট!

Image
রমণীদের ডাকে সাড়া দেই না পাছে জড়িয়ে পড়ি মিথ্যে সম্পর্কে যা কিনা কেবল শারীরিক ভাবেই নয়, প্রকাশ করে ফেলে আমার নগ্ন চেহারাখানি প্রবল চেষ্টায় যা ঢেকে রাখি আমি ভণ্ডামি আর ভদ্রতার মুখোশাড়ালে। সম্ভবত স্বীকার করিনা সমাজে কখনোই, কতটা লম্পট আমার কামরূপে আর সবার মতই ভিতরে ভিজে উঠে আমার জিভ! সবই তো থাকে লুকিয়ে আমার চামড়া আবৃত্ত শরীরে নোংরাপানি তোলে ঢেউ বিপরীতধর্মী লোভে অথচ সেই চেহারা অভিনয়ে কত প্রচেষ্টাতে লুকিয়ে রাখি চলতি সমাজে। আর লম্পট রূপ ঢেকে রেখে সহজেই মিশে যাই তোমাদের চুতিয়া নগরে। কে কেমন তার জুড়ি অভিনয়ে অন্তরে আমি কেমন কার সাহস যে খু্ঁজবে বলবে সহসাই গলা উচু করে যে আমি তাদেরই মত লুকিয়ে আছি ভিড়ে নিজের স্বরূপ রেখেছি ঢেকে। কারও নেই সেই দুঃসাহস নিজেকে নগ্ন করে।

আটই ফাল্গুন

Image
আটই ফাল্গুন, শুনি যেন বাংলার ভাষা বিপ্লবীদের গুনগুন যারা পেট্রোল নয় রক্ত ঢেলে জ্বালছে আগুন। চেয়ে দেখো নিশ্চুপ আজো জ্বলছে সে শিখা দেখো, মোদের রন্ধ্রে-স্কন্ধে-কন্ঠে আছে আকাঁ। হায় বাঙালী! কোথা হারালে মুক্তির সেই স্বাধ ফুলের মিছিলে কেন শুনি শহীদদের আর্তনাদ। ধরো ভিনদের বেশভূষা স্বদেশী লুঙ্গীতে লজ্জা চিত্তে হয়ে বাঙালি সাজিয়ো শহীদ মিনারের সজ্জা। জেগে উঠতে না যেনো হয়ে যায় খুব দেরী তোলো গান মেলে প্রাণ আজকে প্রভাতফেরী।

পুরুষের নারী

Image
নিরেট স্বার্থপর হয় আর.ডি বর্মনের রুবি রায় আর অঞ্জন দত্তের বেলা বোসেরা, কেবল চাহনিতেই নয় তাদের স্পর্শ, আলিঙ্গন কিংবা চুম্বনেও  থাকে তীব্রতর ইশারা। যোগ্যতার দলিল ছাড়া কোন নারীই নয় তোমার একান্ত অথচ পঁয়ত্রিশ লক্ষ বছরে তাদের তরে চেনা পৃথিবীর সব প্রান্ত! পুরুষের বাহুর পুরুত্বের কারণ কেবল পুরুষত্ব ভেবো না কম খাটেনি এদেহ সৃষ্টির কাল থেকে দিতে নারীকে নিরাপত্তা। অথচ একবিংশ শতাব্দীতে নরওয়ে থেকে এ্যলাস্কা পর্যন্ত কোন শর্বরী তা মানতেই চায় না।

কাঙাল

Image
সবাই কাঙাল ;   যদিও শ্বেত কুয়াশা মিশে অন্ধকার নিশীথে ;   তবুও প্রেম তার আদি রূপ প্রতীক্ষাতেই মোড়ানো   । সকল প্রার্থনা; আজো উর্ধগামী হয় প্রিয়মুখের সুখের তরে; তবুও দিন শেষে মুখগুলো থাকে অভিমানে জড়ানো। সবই অনুভূতি; শুদ্ধো হৃদয় আর মস্তিক নিয়মিত যুদ্ধরত; তবুও বেখেয়ালি যৌবন স্বীকৃত ভুল মন্ত্রে তন্দ্রালু । দ্বিধায় আক্রান্ত দ্বীনহীন প্রাচীন আমার মতই ত্রিধায় কাতর তৃষ্ণার্ত ক্লিষ্ট আমার নব্য ছবি।