ঘোর


           
শুদ্ধতম প্রেমের আদিম রাগ ধরতে জানি না

তাই ভালোটারে ভালোমত ভালোবাসা হল না

রঙ বদলায় বেলাভূমি পাল্টায় হঠাৎ প্রেক্ষাপট

প্রেমছায়া নৃত্য করে আসে ঘোরলাগা দৃশ্যপট।


কখনো যে বিসুবিয়াস আবার শীতল আইসবার্গ

প্রভাতে তুমি বৃদ্ধাশ্রম হলে বিকেলেই শিশুপার্ক।

তারায় তারায় আঁকছি কেবল অস্তিত্বহীন ছবি

গল্পকথা জমিয়ে কথক হয়েছি হইনি আমি কবি

উপমা সব গুলিয়ে যায় প্রেমে ডুবলে ঝটপট

হাসছে কাগজ মাখছে কালি ঘোরলাগা দৃশ্যপট।

Comments

Popular posts from this blog

এত দুঃখ কোথায় রাখে?

আজও ২৫শে মার্চ রাত

প্রিয় কষ্ট